চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইনে আগুন

রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার ১২ মার্চ রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনের দু’পাশে আগুন জ্বালিয়ে আন্দোলন করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

এরআগে গতকাল শনিবার ১১ মার্চ রাতে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে তর্কের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার দ্বিতীয় দিনেও কোনো সমাধান না পেয়ে ফের রেললাইন আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বেশ কয়েকটি দোকানে ও বিনোদপুর গেট পুলিশ বক্সে। রাত ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে সেখানে কয়েক প্ল্যাটুন বিজিবি। পরে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এছাড়াও শনিবার রাতে শুরু হওয়া সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ১২ মার্চ ও সোমবার ১৩ মার্চ অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।