চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘নাটু নাটু’ গানে অস্কারের মঞ্চ মাতাবেন হলিউড অভিনেত্রী

একের পর এক রেকর্ড গড়ছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। ভারতের মন জয় করে ইতোমধ্যেই ৯৫তম একাডেমি পুরস্কারের ‘সেরা মৌলিক গান’ এর জন্য মনোনীত হয়েছে গানটি। এবার সেই গানেই মাতবে অস্কারের মঞ্চ।

তবে ছবির মত জুনিয়র এনটিআর কিংবা রাম চরণ নয় বরং ‘নাটু নাটু’ গানে অস্কারের মঞ্চে পারফর্ম করবেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গটলিব।

শুক্রবার (১০ মার্চ) একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে লরেন আসন্ন অস্কারের মঞ্চে তার পারফর্মেন্সের ‘বিশেষ খবর’টি শেয়ার করেন।

ব্যাকগ্রাউন্ডে লস এঞ্জেলেসের আইকনিক হলিউড সাইনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লরেন লেখেন, ‘বিশেষ খবর!!! আগামী ১২ মার্চ আমি অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করছি!!! আমি এর থেকেও বেশি উত্তেজিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি সত্যিই সৌভাগ্যবতী!!!’

লরেনের সেই পোস্টে গায়ক-সংগীতশিল্পী বিশাল দাদলানি লিখেছেন, ‘ওয়াও লরেন গটলিব! এটা সত্যিই বিশাল!” এছাড়াও এক নেট-নাগরিক মন্তব্য করেন, ’হ্যাঁ!!! লরেন আমরা তোমার জন্য খুবই উত্তেজিত! তোমার নাচ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

আমেরিকান অভিনেত্রী হলেও বলিউডে এর আগে কাজ করেছেন লরেন। ২০১৩ সালে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’ সিজন ৬-এ রানার-আপ হয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাকে দেখা গিয়েছিল বলিউড সিনেমা ‘এবিসিডি: এনি বডি ক্যান ডান্স’ এও।

সূত্র: পিঙ্কভিলা

Labaid
BSH
Bellow Post-Green View