চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গারা ফেরত না গেলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা নিজ দেশে ফেরত না গেলে এই অঞ্চলে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও ভারতের সহায়তা চেয়েছেন তিনি।

ভারতের গুয়াহাটিতে শুরু হওয়া তৃতীয় নদী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন: রাজনৈতিক সদিচ্ছা থাকলে নদীর সুষ্ঠু ব্যবহার করা যাবে, তাতে মূলত উপকৃত হবে এ অঞ্চলের মানুষ।

বাংলাদেশ-মিয়ানমার-ভারত সড়ক পথে যোগাযোগ এই অঞ্চলকে বদলে দিতে পারে মন্তব্য করার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত থেকে বাংলাদেশে আরও ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যাবে।