এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাজগোজে রিমার্কের দেশীয় ব্র্যান্ডের যাত্রা শুরু শুরু করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম শপ সাজগোজ ডটকমে এখন পাওয়া যাচ্ছে রিমার্কের জনপ্রিয় ব্র্যান্ড লিলি, নিওর, ম্যাক্সবিউ এবং হারল্যান। এই সবগুলো ব্র্যান্ডই বাংলাদেশে তৈরি ব্র্যান্ড।
বিশ্বমানের গুণগত মানের এই পণ্যগুলো এখন থেকে স্থানীয় ভোক্তাদের হাতে পৌঁছে দেবে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা, দেশীয় মূল্যে সাজগোজ।
রিমার্ক ইউএসএ-এর কর্মকর্তারাও সাজগোজে লঞ্চিং-এর এই যাত্রাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, এটি বাংলাদেশি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করার পথে বড় পদক্ষেপ।
সাজগোজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট, ফারহানা এ. প্রীতি বলেন, আমরা এই কোলাবোরেশান নিয়ে খুবই এক্সাইটেড। লিলি, নিওর, ম্যাক্সবিউ এবং হারল্যানের মতো মানসম্পন্ন ব্র্যান্ড দেখিয়ে দিয়েছে, বাংলাদেশি প্রোডাক্টও বিশ্বমানে প্রতিযোগিতা করতে পারে। সামনে সাজগোজের কাস্টমারদের জন্য এই ব্র্যান্ডগুলোতে থাকছে অনেক রকম আকর্ষণীয় অফার ও চমক।








