চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মহামারির মাঝেও বড় মুনাফা করেছে রিয়াল

রিয়াল মাদ্রিদ ২০২১-২২ অর্থবছরে করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ সামলে ১৩ মিলিয়ন ইউরো মুনাফা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১২৫ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৯৮৯ টাকা।

স্প্যানিশ জায়ান্টদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের সবশেষ আর্থিক চিত্র শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেছেন। তার ভাষ্য, টানা তৃতীয় মৌসুমে নিট মূল্য বৃদ্ধি পাওয়ায় শক্তিশালী আর্থিক অবস্থায় রয়েছে রিয়াল।

২০২২ সালের জুন পর্যন্ত রিয়ালের মোট আর্থিক মূল্য ৫৪৬ মিলিয়ন ইউরো (৫,২৫৬ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৫৫৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ক্লাবের কোষাগারে আছে ৪২৫ মিলিয়ন ইউরো (৪.০৯১ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ২৬৯ টাকা)।

সোমবার বিবৃতিতে রিয়াল বলেছে, তাদের আয় ২০২০-২১ সালে ৬৫৩ মিলিয়ন ইউরো থেকে ১০ শতাংশ হারে বেড়ে ৭২২ মিলিয়ন ইউরো হয়েছে।

২০২১-২২ অর্থবছরে কর পরিশোধের পর রিয়াল ১২.৯ মিলিয়ন ইউরো মুনাফা করেছে। সকল আর্থিক হিসাব অনুমোদনের জন্য সাধারণ পরিষদে ২ অক্টোবর ভোটাভুটি হবে। ক্লাব সদস্যরা ভোট দেবেন।

গত মৌসুমে মাদ্রিদ মাঠে সফল সময় পার করেছে। শেষ আট বছরের মধ্যে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি জিতেছে লা লিগা টাইটেল। সবমিলিয়ে আর্থিক লাভের মুখও দেখেছে লস ব্লাঙ্কোসরা।

Labaid
BSH
Bellow Post-Green View