লা-লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সুযোগ ছিল মায়োর্কা ম্যাচে কাতালান ক্লাবটি থেকে পয়েন্ট দূরত্ব কমানোর। মার্কো আসেনসিওর ব্যর্থতায় লস ব্লাঙ্কোসরা হারিয়েছে সেই সুযোগ। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে থাকা দলটির কাছে হেরে শূন্য হাতে মাঠ ছেড়েছে আনচেলত্তির শিষ্যরা।
রোববার লা-লিগার রাউন্ড-২০ এর ম্যাচে মায়োর্কার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এতে ২০ ম্যাচে ১৪ জয়, তিন ড্র ও তিন হারে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে থাকতে হচ্ছে বেনজেমা-রদ্রিগোদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজে জায়গা মজবুতের সুযোগ পেলো বার্সেলোনা। রাতে সেভিয়াকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধানে আরও এগিয়ে যাবে কাতালানরা।
এদিন মায়োর্কার ঘরের মাঠে দুর্ভাগ্য পেয়ে বসেছিল রিয়াল মাদ্রিদকে। ১৩ মিনিটে নাচোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। গোল শোধে মরিয়া হয়ে উঠলেও প্রথমার্ধে রিয়ালের সব প্রচেষ্টা রুখে দেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের মাত্রা বাড়ায় আনচেলত্তির শিষ্যরা। সুযোগও এসে যায় লস ব্লাঙ্কোসদের সামনে। ৫৭ মিনিটে মায়োর্কার ডি বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টিতে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের।

লস ব্লাঙ্কোসদের হয়ে পেনাল্টি নিতে আসেন মার্কো আসেনসিও। গোলবারের ডান পাশে নেয়া স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক রাজকোভিচ। নষ্ট হয় রিয়ালের সমতায় ফেরার সুযোগ। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েই ম্যাচ মাঠ ছাড়তে স্প্যানিশ জায়ান্টদের।