চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৯২ বছরের রেকর্ড ভেঙে ৭২৫ রানের জয়

একদিনের ব্যবধানে আরেকটি বিশ্বরেকর্ড দেখল রঞ্জি ট্রফি। বুধবার ঝাড়খণ্ডের বিপক্ষে এক ইনিংসে বেঙ্গলের ৯ জন ফিফটি পেরোনো ইনিংস খেলে ১২৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড। বৃহস্পতিবার উত্তরাখণ্ডকে ৭২৫ রানে হারিয়েছে মুম্বাই, যা প্রথম শ্রেণির ক্রিকেটে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে।

সোমবার বেঙ্গালুরুতে শুরু ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা মুম্বাই ৮ উইকেটে ৬৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। সুবেদ পারকার ২৫২ রানের ইনিংস খেলেন।

উত্তরাখণ্ড প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয়ে যায়। মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার শামস মুলানি ৩৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন।

৫৩৩ রানের বড় লিড পেয়েও উত্তরাখণ্ডকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নামে মুম্বাই, ৩ উইকেটে ২৬১ রান তুলে করে ইনিংস ঘোষণা। অধিনায়ক পৃথ্বী শ ওপেনিংয়ে নেমে করেন ৭২ রান। যশভি জয়সয়াল হাঁকান সেঞ্চুরি, করেন ১০৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৭৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা উত্তরাখণ্ড ২৭.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায়। তাতে ৭২৫ রানের বড় ব্যবধানে জিতে মুম্বাই বিশ্বরেকর্ড গড়ে ফেলে।

১৯৩০ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস। ৯২ বছর ধরে সেই রেকর্ডটি অক্ষত ছিল মুম্বাই ভেঙে দেয়ার আগ পর্যন্ত।

Labaid
BSH
Bellow Post-Green View