বুধবার (২২ জুন) প্রকাশ্যে এসেছে রণবীর কাপুর অভিনীত যশরাজ ফিল্মসের আসন্ন সিনেমা ‘শমশেরা’র টিজার। যার মধ্য দিয়ে ঘোষণা এলো আগামী ২৪ জুন প্রকাশ্যে আসবে ছবিটির ট্রেলার।
কদিন আগেই অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলারে শিবা চরিত্রে দর্শকের আকর্ষণ পেয়েছেন রণবীর। তবে প্রকাশ্যে আসা ‘শমশেরা’র ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার জুড়ে যে রণবীরের দেখা মিলেছে, তাকে আগে কখনো দেখেনি দর্শক।
উসকো খুসকো মাথার চুল, মুখ ভর্তি দাড়ি-গোঁফ সাথে চোখের তীক্ষ্ণ চাহনি নিয়েই দুর্ধর্ষ ডাকাতের রূপ নিয়েছেন রণবীর কাপুর। তবে ডাকাতি পেশা হলেও নিজের মর্জির মালিক তার চরিত্র। চোখের নিমেষেই শত্রুকে ধরাশায়ী করতে পারে সে। যার আভাস টিজারেই মিলেছে।
১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর আসন্ন ছবিটিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। যদিও টিজারে তার দেখা মেলেনি। তবে খল চরিত্রে নজর কেড়েছে সঞ্জয় দত্ত। অত্যাচারী এক পাষন্ডের চরিত্রে দেখা মিলেছে তার।

‘শমশেরা’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্সে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ২২ জুলাই মুক্তি পাবে ছবিটি। –পিঙ্কভিলা