চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিয়ে করেছেন রাখি, প্রকাশ্যে ছবি

KSRM

বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। পাত্র আদিল দুরানি। জানা গেছে, আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

জানা গেছে গত বছরই নাকি এই বিয়ে সেরেছেন রাখি সাওয়ান্ত। প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাখি। ১১ জানুয়ারি এই জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Bkash July

বিয়ের খবর রাখি নিজেই নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসে দেখা সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বিয়ে করেছি আদিলকে। গত বছর জুলাইতে বিয়ে হয়েছে তিন মাসের পরিচয়ের পর। আমরা নিকাহ অনুষ্ঠান করেছি এবং কোর্ট ম্যারেজ করেছি। আদিল প্রকাশ করতে চায়নি, তাই আমি চুপ থেকেছি গত সাত মাস।’

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রাখি ও আদিল দুজনেই রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বরমালা রয়েছে দুজনের গলাতেই। কাগজে দেখা গেছে বিয়ে হয়েছে ২০২২ সালের ২ জুলাই।

Reneta June

লোকচক্ষুর আড়ালে খুব সাধারণ ভাবে আদিলের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। এতদিন হয়ে গেলেও রাখি বিয়ের কথা কাউকে জানাননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View