রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পযন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ৭৮ হাজার ৫৯১ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪০ জন শিক্ষার্থী। ঘণ্টাব্যাপী চলা পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।