ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে রোববার শেষ হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ চলতি আসরের গ্রুপপর্ব। শতভাগ জয় নিয়ে এ পর্ব শেষ করতে চায় স্বাগতিক ভারত। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এমন কথাই জানিয়েছেন। অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবে রুপ দিতে ভারতের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস।
বেঙ্গালোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘সত্যি কথা বলতে, সবশেষ ম্যাচ খেলার পর আমরা ছয় দিন সময় পেয়েছিলাম। সুতরাং আমরা বেশ ভালোভাবে বিশ্রাম নিয়েছিলাম। সেমিফাইনালের আগে আমাদের হাতে একটি ম্যাচ রয়েছে এবং খেলোয়াড়রাও বেশ ভালো অবস্থানে। এটাই আমার কাছে সবশেষ অবস্থা।’
কালকের ম্যাচে পরিবর্তন সম্পর্কিত প্রশ্নে রাহুল বলেন, ‘আপনি এখন একটি আসরের একটি নির্দিষ্ট সীমায় আছেন। সুতরাং, এ পর্যায়ে শুধুমাত্র সেই খেলোয়াড়দেরকে পাওয়ার দিকে মনোনিবেশ করতে হবে যাকে আপনি সেরা একাদশে খেলাতে যাচ্ছেন, যারা মানসিক এবং শারীরিকভাবে সেমিফাইনাল খেলতে সক্ষম। এবং আশা করি ফাইনাল খেলতে পারবে যদি আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি। আপাতত আমরা সেটাই চিন্তা করছি।’
রোহিত শর্মার প্রশংসা করে রাহুল বলেন, ‘কোনো সন্দেহ নেই, রোহিত অবশ্যই একজন ভালো নেতা। মাঠে এবং মাঠের বাইরে সে বেশ ভালো উদাহরণ তৈরি করেছে। কিছু ম্যাচে সে এমন সূচনা দিয়েছে যেভাবে আমাদের দরকার ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সূচনাগুলোই আমাদের বেশ সহায়তা করেছে।’
আগামীকাল বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামছে ভারত। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এ ম্যাচ দিয়েই গ্রুপপর্বের লড়াইয়ের ইতি ঘটবে।
বিজ্ঞাপন