আম্বানিদের বিয়ে নিয়ে চর্চা থামছেই না। তারকাদের জমকালো সাজ দেখতে দেখতে যখন সবাই ক্লান্ত, ঠিক তখনই সব মনোযোগ কেড়ে নিল একটি কুকুর।
সামাজিক মাধ্যমে ঘুরছে আম্বানির পোষ্য কুকুরের একটি ফুটেজ যা মন জয় করে নিয়েছে সকলের। গোল্ডেন রিট্রিভারটি গায়ে পরে ছিল লাল রঙের শেরওয়ানি।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন কমেন্টে লেখেন, ‘বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর পোশাক’।
আরেকজনের মন্তব্য লেখেন, ‘সবচেয়ে মিষ্টি’। অন্য এক নেটিজেনের রসিকতা করে লিখেছেন, ‘আম্বানির কুকুর হতেও ভাগ্য লাগে!’
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের হয়েছে শুক্রবার ১২ জুলাই। আর ১৩ জুলাই শনিবার আয়োজন করা হয়েছিল আশীর্বাদপ্রদান অনুষ্ঠানের। রবিবার ১৪ জুলাইও একটি রিসেপশন পার্টি রয়েছে। এদিনও বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাকেই দেখা যাবে।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা







