চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসি বিশ্বসেরা, পেনাল্টিটা ‘সন্দেহজনক’

বলছেন ক্রোয়েশিয়ার কোচ

সেমিফাইনালের ৩৪ মিনিটে স্পট কিক থেকে নিশানাভেদ করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা ১-০ গোলের লিড পায়। রেফারির দেয়া সেই পেনাল্টির সিদ্ধান্তকে সন্দেহজনক বলেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকেছিলেন জুলিয়ান আলভারেজ। বল ঠেকাতে গিয়ে সামান্য এগিয়ে আসা লিভাকোভিচ ধাক্কা দিয়ে বসেন আলভারেজকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। ফাউল না করলেও আর্জেন্টাইন স্ট্রাইকারকে বাধার মুখে ফেলে লিভাকোভিচ দেখেন হলুদ কার্ড। রেফারি পেনাল্টির সংকেত দেয়ার পর তর্কে জড়ানোয় কোভাচিচকেও হলুদ কার্ড দেখতে হয়।

ম্যাচ শেষে দালিচ বলেছেন, ‘সবকিছুই আমাদের হাতে ছিল। আমরা আধাঘণ্টা ভালো খেলেছি। আমাদের দখলে ম্যাচ ছিল। আমরা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে না পারলেও নিয়ন্ত্রণ রেখেছিলাম। আমরা পেনাল্টিতে একটি গোল হজম করলাম, যা ছিল খুবই সন্দেহজনক। আমাদের গোলরক্ষক যা করেছেন সেটি নতুন নিয়ম। এই গোল ম্যাচটিকে অন্যদিকে নিয়ে গেছে।’

পেনাল্টির সিদ্ধান্ত বিপক্ষে গেলেও এটিকে হারের কারণ মানতে নারাজ দালিচ। খেলোয়াড়রা গোলের সুযোগ বের করতে না পারাকে তিনি দুঃখজনক বলেছেন। আলবিসেলেস্তেদের অভিনন্দনও জানিয়েছেন।

‘আমি আর্জেন্টিনাকে জয়ের জন্য অভিনন্দন জানাই। আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। কোনো কিছুর জন্য ছেলেদের দোষ দিতে পারি না। তারা পুরো টুর্নামেন্টে তাদের সেরাটা দিয়েছে। আমরা তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে নামছি। আমাদের অভিযোগ করার কিছু নেই।’

লিওনেল মেসির পারফরল্যান্সের প্রশংসাও ঝরেছে দালিচের কণ্ঠে, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। ম্যাচে বিপজ্জনক ছিল। তার কৌশল দিয়ে উঁচু মাপের পারফরম্যান্স দেখিয়েছে। এটা সত্যিকারের সেই মেসিই ছিল যেমনটা তার কাছ থেকে আমরা দেখার প্রত্যাশায় থাকি।’

Labaid
BSH
Bellow Post-Green View