চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১ দিন এগিয়ে কাতার বিশ্বকাপ ২০ নভেম্বর

সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর কাতার বিশ্বকাপের পর্দা ওঠার কথা ছিল। তবে পরিবর্তিত হয়েছে তা। নতুন খবর ১দিন এগিয়ে কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ফলে সূচি ঠিক রাখতে ২৮ দিনের আসর বাড়ল ১ দিন। হবে ২৯ দিনে।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশকে খেলানোর অঘোষিত রেওয়াজ চালু হয় ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে। এরপর প্রতিটি আসরেই উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক দেশ। তবে চলতি কাতার বিশ্বকাপের প্রকাশিত সূচিতে শুরুর দিনে কোনো ম্যাচ ছিল না আয়োজক দেশটির। যা নজরে আসায় বিশ্বকাপের সূচি ঠিক রেখে আসর ১ দিন এগিয়ে এনেছে ফিফা।

ফিফা কাউন্সিল ব্যুরোর অনুমোদন ক্রমে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ছয়টি কনফেডারেশনের সভাপতিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি স্বাক্ষর করেছে এই সিদ্ধান্তে। ফিফা জানিয়েছে, ভোট সর্বসম্মতিক্রমে হয়েছে।

৬০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে এরই মধ্যে পূর্ব নির্ধারিত ম্যাচের সব টিকিট বিক্রি করে ফেলেছে ফিফা। তবে এ নিয়ে সৃষ্ট সমস্যা পর্যায়ক্রমে ধরে ধরে সমাধান করবে ফিফা। নিশ্চিত করেছেন ইনফান্তিনো।

‘পরিবর্তিত সিদ্ধান্তটি স্বাগতিক বা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ উপলক্ষে নেওয়া। সিদ্ধান্তটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফিফা বিশ্বকাপ শুরু করার একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্যের ধারাবাহিকতা নিশ্চিত করবে। ফিফা এই পরিবর্তন থেকে উদ্ভূত যে কোনও সমস্যাকে কেস-বাই-কেস ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবে। ভক্তদের ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হলেও এরমধ্যে সকল জটিলতা কেটে যাবে।’

নতুন সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি দুপুর ১টা পরিবর্তে পুনঃনির্ধারন করে কাতার-ইকুয়েডরের ম্যাচের জায়গায় সন্ধ্যা ৭টায় করা হয়েছে।