চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশকে তিনে নামাল কাতার

এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ

প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক পর্যায়ে টেবিলের শীর্ষে ছিল বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে জিতে দুদিন আগেই সে স্থান ছিনিয়ে নিয়েছিল কাতার। এবার দুদলের দেখায় বাংলাদেশকে আরও একধাপ নিচে নামাল সাদা জার্সিধারী দলটি।

শুক্রবার আরাদের মোহাম্মদ আলী বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে কাতার। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছেছে দলটি।

শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুদলই। তবে ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়িনি কেউই। ২০ তম মিনিটে প্রথম সহজ সুযোগ পায় কাতার। কিন্তু গোলমখে বাড়ানো সতীর্থের বলে জোরালো শট নিতে পারেননি ফারেস সাইদ আমির।

ভুল শোধরাতে বেশিক্ষণ সময় নেয়নি টুর্নামেন্টের পরাশক্তি দলটি। ২২তম মিনিটে আহমেদ আলওয়ারির গোলে এগিয়ে যায় কাতার। ১-০ গোলে শেস হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দেয়ালই ভাঙতে পারছিলেন না লাল-সবুজের ফরোয়ার্ডরা। উল্টো ৬০ তম মিনিটে আবারও জালে বল জড়ান আলওয়ারি। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তানভার-মইনরা।