২ অক্টোবর রাতে ইউটিউবে উন্মুক্ত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থান দখল করে নেয় ভিকি জাহেদ পরিচালিত চ্যানেল আইয়ের বহুল আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’। এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশেষ এই নাটকটি!
এরইমধ্যে ইউটিউবে অবমুক্ত হওয়ার ৫ দিনের মধ্যে ৫০ লাখ ভিউ স্পর্শ করে ‘পুনর্জন্ম ৩’। শনিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে প্রায় ৫৩ লাখ বার। যা দেখে নির্মাতা বললেন, কষ্ট সার্থক!
‘পুনর্জন্ম ৩’ এর অভাবনীয় সাফল্যে নির্মাতা ভিকি জাহেদ বলেন,‘পুনর্জন্ম ৩ নিয়ে আপনাদের পজিটিভ রেস্পন্স আমাদের আপ্লুত করেছে! সত্যি বলতে ‘পুনর্জন্ম ৩’ রিলিজের আগমুহূর্ত পর্যন্ত আমরা নার্ভাস ছিলাম। পুনর্জন্ম ১ ও ২ এর সাফল্যকে ‘পুনর্জন্ম ৩’ স্পর্শ করতে পারবে কি না, সেটা নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। কিন্তু এটি মুক্তির পর যখন দর্শক প্রতিক্রিয়া আসতে শুরু করলো, তখন মনে হলো যেন আমাদের কষ্ট সার্থক হয়েছে।’
ভিকি বলেন, আপনারা ‘পুনর্জন্ম ৩’ এর জন্য আরো বেশী মাত্রায় আপনাদের ভালোবাসা বর্ষণ করেছেন। আপনাদের হাজারো রিভিউ, কসপ্লে, ফ্যান থিউরি, ফ্যানমেড পোস্টার, মিম, ক্যারেক্টার মিনিয়েচার, ক্যারেক্টার স্কেচ, ফ্যান ভিডিও প্রমাণ করে ‘পুনর্জন্ম ৩’ আপনাদের কতটা ভালো লেগেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা ‘পুনর্জন্ম’ অন্তিম পর্বের জন্য আমাদের দায়বদ্ধতা পূরণ করতে সাহায্য করবে।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাতে সম্প্রচারের পর গেল রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে অবমুক্ত হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর থেকেই হাজার হাজার দর্শকের প্রশংসা।
সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।
সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে নিশো-মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম ৩’ ইউটিউব থেকে এখন পর্যন্ত দেখেছেন প্রায় ১৮ লাখের মতো দর্শক! এতো কম সময়ে এই রেকর্ডও বিরল!
গেল বছর জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর গেল বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার প্রমুখ।