চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন বিষয়ে মন্তব্য করব না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী  আনিসুল হক বলেছেন, প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন শুনতে না চাওয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

আজ সকালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তবে মতিউর রহমানের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি হাইকোর্টের একটি বেঞ্চ। এই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী একথা বলেন।

বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চে দুপুর তিনটায় শুনানি হওয়ার কথা রয়েছে।

আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ। তবে প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ঐ আইনে মামলা করা হয়েছে কারণ তারা অন্যায় করেছে। সাংবাদিকতার কারণে নয়, মনে রাখতে হবে বঙ্গবন্ধুর মামলার শুনানিতেও এদেশের ৭টি বেঞ্চ বিব্রত হয়েছিল, অপারগতা জানিয়েছিল। কাজেই প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন শুনতে না চাওয়া নিয়ে কোন মন্তব্য করব না।

গত ২৬ মার্চ প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্বৃত করা হয়। কিন্তু  সে উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেয়া হয় একটি শিশুর ছবি। তবে দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসংগতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো।

এমন প্রেক্ষাপটে গত বুধবার ভোর রাতে সিআইডি পরিচয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয়। অন্যদিকে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

আর বুধবার মধ্যরাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মালেকের করা রমনা থানার ওই মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির সাভারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরা পারসন এবং প্রতিবেদনটি প্রচার-প্রকাশের সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View