চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান

বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২১’ এ ভূষিত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান। পদক প্রদান অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।