
ডিউক অব সাসেক্স এর আসন্ন স্মৃতিকথা বইটিতে ব্রিটিশ রাজপরিবারের দুই রাজপুত্র প্রিন্স হ্যারি তার ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ করেছেন।
সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে, প্রিন্স হ্যারির স্ত্রী মেগানকে নিয়ে প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের মধ্যে তর্কের সৃষ্টি হয়।
‘সে আমার পরনে থাকা শার্টের কলারসহ আমার গলায় থাকা নেকলেস টেনে ধরে এবং মাটিতে ফেলে দেয়’, এমন অভিযোগই করেছেন প্রিন্স হ্যারি।
আগামী মঙ্গলবার পর্যন্ত বইটি প্রকাশ হচ্ছে না, তবে তত্ত্বাবধায়ক জানিয়েছেন, ‘স্ট্রেন্থ প্রি লঞ্চ সিকিউরিটি’ নামে একটি অনুলিপি প্রকাশ করা হবে।

তত্ত্বাবধায়ক আরও জানান, বইয়ে যে ঘটনাটির উল্লেখ রয়েছে তা ২০১৯ সালে প্রিন্স হ্যারির লন্ডনের বাসায় ঘটা।
প্রিন্স হ্যারি বলেন, ‘‘আমার ভাই আমার স্ত্রীকে ‘কঠোর’, ‘অসভ্য’ এবং ‘ধ্বংসী’ বলে সম্বোধন করছিলেন।’’
‘আমার ভাই আমার বাসায় এসে বসলেন, তারপর আমাকে আপত্তিকর নামে ডেকে আমার দিকে ধেয়ে আসেন। আমি তার প্রহারে আমার কুকুরের বাড়ির উপর ছিটকে পড়ায় আমার পিঠের পেছনে ভাঙ্গা অংশগুলো বিঁধেছিল।’
প্রিন্স হ্যারি বলেন, ‘আমি কিছু সময় অবাক হয়ে সেখানেই পড়ে থাকার পর তাকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি।’
স্মৃতিকথা বইটির রচয়িতা ভৌতিককাহিনী খ্যাত জেআর মোহরিঙ্গার।