‘একটা সিনেমা মানুষের জীবন ও সমাজকে পাল্টে দিতে পারে’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘একটা সিনেমা মানুষের জীবন ও সমাজকে পাল্টে দিতে পারে’- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর কারণে দুই বছর পর সশরীরে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার জয়ী শিল্পীরা।
প্রথমেই প্রধানমন্ত্রী আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন গুণী অভিনেত্রী ডলি জহুরের হাতে। যুগ্মভাবে একই পুরস্কার পেলেও দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে আসেননি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার পুরস্কারটি গ্রহণ করেন নায়কের ভাগ্নি নূরে জান্নাত।
এরপর একে একে চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর বিজয়ী অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন তিনি। কথা বলেন চলচ্চিত্রে অনুদান প্রসঙ্গ নিয়েও। আগামি বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

বাংলা চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনাম বয়ে আনছে, এসময় এ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান তিনি।
জীবনঘনিষ্ট সিনেমা নির্মাণে তরুণদের মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেখেছি সবার মাঝে আলাদা একটা মেধা ও চিন্তাশক্তি আছে। একটা আর্টিস্টিক ও শৈল্পিক মেধা আছে। তাদের মাধ্যমে জীবনধর্মী সেসব সিনেমা তৈরি হয়, সেগুলো মানুষকে আকর্ষিত করে। একটা সিনেমা একজন মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটা সমাজকে পাল্টে দিতে পারে। এ ধরনের সিনেমা তৈরিতে মনোযোগ দিতে হবে।’
এসময় তিনি বলেন, ‘অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও চলচ্চিত্র জগতের সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এ জন্য সবাইকে সাধুবাদ জানাই।’