দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
সাবমেরিনের সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ জেটি সুবিধার জন্য কক্সবাজারের কুতুবদিয়ার পেকুয়ায় দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করলো এই ঘাঁটি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীগুলোকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।