এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সোমবার ৫ জানুয়ারি আজ দুপুর ২ টায় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ,মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহ এর পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক সভাপতি ড্যাব ও বিএমএ, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ছাত্রদল, শেরে বাংলা মেডিকেল কলেজ ও সহ পরিবার কল্যান সম্পাদক বিএনপি, ডা. শহীদ হাসান, প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, অধ্যাপক ডা. আব্দুস সাকুর খান, সাবেক সভাপতি, ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ, সহ সভাপতি, ড্যাব, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. আরিফ আনওয়ার, ডা. আজহারুল ইসলাম, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এহতেশামুল হক তুহিন, ডা. মিজানুর রহমান কাওসার, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. এম এ কামাল, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, অধ্যাপক ডা. আলী আকবর আশরাফি, ডা. মো. ওয়াসীম, ডা. ফারুক হোসেন,ডা. তৌহিদ উল ইসলাম, ডা. এবিএম ছফিউল্লাহ, ডা. মাহমুদুল্লাহ মোস্তফা,ডা. এ এস এম নওরোজ, ডা.এস এ এ সাফি, ডা. হারুন উর রশীদ খান রাকিব, ডা. এস এম আতিকুর রহমান, ডা. জাহিদুল কবির, ডা. আশরাফুল আলম খান, ডা. মাহবুব আরেফীন রঞ্জু, ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আহমেদ মন্জুরুল আজীজ ইমন, ডা. সাইফুল ইসলাম জুয়েল, ডা. ইউনুস আলী, ডা. রাশেদ রেজা, ডা. জাফর ইকবাল জামালি, ডা. একরামুল রেজা টিপু , ডা. মির্জা গোলাম সারোয়ার মুন, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. শাহরিয়ার মো. কবির হাসান, ডা. সাজ্জাদুর রহমান, ডা. মো. জাভেদ হোসেন, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. সাইফুল ইসলাম সাইফ, ডা. আরিফুর রহমান, ডা. সানাউল্লাহ সানু, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. শাহরিন তরফদার, ডা. মঞ্জুরুল করিম মামুন, ডা. আসাদুল মজিদ হেলালি নোমান, ডা. নাজমুল আহসান রুবেল, ডা. নজরুল ইসলাম, ডা. শাহাদাত হোসেন জুয়েল,ডা. আজিজুল হক মানিক, ডা. কে এম শরফুদ্দিন, ডা.মশিউর রহমান সরকার, ডা. খন্দকার শোয়াইব হোসেন, ডা. মাহবুবুর রহমান সজীব, ডা. জাকারিয়া হিমেল, ডা. আব্দুল কাদের ভূঁইয়া সজীব, ডা. সালেহ সিফাত, ডা. জাকারিয়া পারভেজ, ডা. তানভীর আহমেদ, ডা. মোহাম্মদ মমিনুল হক, ডা. আল মামুন, ডা. ইফতেখার রাজিব, ডা. আরফান খান নিবির সহ তিন শতাধিক চিকিৎসক।








