চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পোপ ফ্রান্সিস হাসপাতালে ভর্তি

শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে রোমের একটি হাসপাতালে ভর্তি আছেন ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান পোপ ফ্রান্সিস। তার শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রোমের হাসপাতালে কয়েক দিন কাটাতে হবে।

বিবিসি জানিয়েছে, ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান ৮৬ বছর বয়সী এই বর্তমান পোপ সাম্প্রতিক দিনগুলিতে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তবে পরীক্ষা করে জানা গেছে তার কোভিড নেই। নিরাপত্তাকর্মীসহ তার নিকটতম কর্মীরা রোমের জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে।

পোপ ফ্রান্সিস বর্তমানে বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন, ইস্টার উইকএন্ডের আগে তার অনেক ইভেন্ট এবং পরিষেবামূলক কার্যক্রম নির্ধারিত করা আছে এবং এপ্রিলের শেষে তার হাঙ্গেরি সফরে যাওয়ার কথা আছে। গতকাল বুধবার সকালে, তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক সাধারণ দর্শকদের সভাপতিত্ব করেন। ভ্যাটিকান থেকে প্রাথমিকভাবে বলা হয়, পোপ পূর্ব নির্ধারিত চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।

এই সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন পোপের রোগমুক্তির জন্য সবাইকে অতিরিক্ত প্রার্থনা করতে বলেছেন। তিনি পোপকে তার দেখা খ্রিস্টের মতো ব্যক্তিত্বদের মধ্যে একজন হিসাবে বর্ণনা করেছেন। আর্জেন্টিনার পোপের নিজ শহর বুয়েনস আইরেসের লোকেরা পোপের জন্য তাদের অনুভূতি বার্তা ও রোগ মুক্তির প্রার্থনা সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

পোপ তার হাঁটু সম্পর্কিত সমস্যার কারণে সাম্প্রতিক কয়েক মাস যাবৎ হুইলচেয়ার ব্যবহার করেছেন। ২০২১ সালে কোলন সমস্যার চিকিৎসার জন্য তার একটি অস্ত্রোপচার হয়। এবছর জানুয়ারিতে তিনি সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। এরপর তিনি ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং দক্ষিণ সুদান সফর করেন।

এবছর জানুয়ারিতেই পোপ তার পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্সের অন্ত্যেষ্টিক্রিয়ায় নেতৃত্ব দেন। যিনি শতাব্দী ধরে স্বেচ্ছায় পদত্যাগকারী প্রথম পোপ ছিলেন। পোপ ফ্রান্সিস ইঙ্গিত দিয়েছিলেন, তার স্বাস্থ্যের অবনতি হলে তিনিও তার পূর্বসূরি পোপ বেনেডিক্সের পদাঙ্ক অনুসরণ করতে পারেন।