চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ একাধিক পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর, নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ এবং ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পাকিস্তান পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শনিবার তোশাখানা মামলার বহুল প্রতীক্ষিত শুনানিতে যোগ দিতে ইমরান খান লাহোর থেকে ইসলামাবাদে যাওয়ার পর ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পিটিআইকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার মামলা দায়ের করেছে পাকিস্তান পুলিশ।

Bkash July

তেহরিক-ই-ইনসাফ কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়। গ্রেফতারকৃত পিটিআই কর্মী ও দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইসলামাবাদ পুলিশের দায়ের করা এই মামলায় প্রায় ১৭ জন পিটিআই নেতার নাম রয়েছে।

গত শনিবার ৭০ বছর বয়সী ইমরান খান আদালতে হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদে আসার সময় তার সমর্থকদের একটি দল তার সাথে যুক্ত ছিল।

Reneta June

এফআইআরে বলা হয়েছে হামলাকারীরা পুলিশ চেকপোস্ট এবং বিচারিক কমপ্লেক্সের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করেছে। এফআইআরে আরও বলা হয়েছে, অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ এবং বিচারিক কমপ্লেক্স ভবন ভাঙার জন্য ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংঘর্ষের ঘটনায় হামলাকারীরা দুটি পুলিশের গাড়ি এবং সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং এতে স্টেশন হাউস অফিসারের অফিসিয়াল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শনিবার ইমরান খান শুনানিতে যোগদানের জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রায় পরপরই ১০,০০০ সশস্ত্র পাঞ্জাব পুলিশ লাহোরে তার জামান পার্কের বাসভবনের প্রবেশপথে ব্যারিকেড এবং তাবু সরিয়ে ফেলে ভিতরে প্রবেশ করে এবং সেখানে ক্যাম্প করা তার শত শত সমর্থককে উচ্ছেদ করে দলের বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ বাড়ির প্রধান ফটক ও দেয়াল ভেঙে তল্লাশি চালায় পুলিশ।

এ প্রসঙ্গে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী আজ বলেন, ইমরান খানের বাসভবনে অবৈধ অভিযান এবং সহিংসতার সাথে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে দল মামলা দায়ের করবে।

এর আগে শুক্রবার ইমরান খান লাহোর হাইকোর্টে হাজির হন এবং দায়রা জজ জাফর ইকবালকে আশ্বস্ত করেন যে, তিনি শনিবার তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা পরিচালনা করার জন্য নিজেকে আদালতে হাজির করতে প্রস্তুত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের মূল্যবান উপহার সংরক্ষণ করার রাষ্ট্রীয় কোষাগার তোষাখানার সম্পদ বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগে বর্তমানে মামলা লড়ছেন ইমরান খান।

তিনি পাকিস্তানে গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে অপসারিত হন। জাতীয় পরিষদের ভোটে বাদ পড়া তিনিই প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View