অনির্বাচিত সরকার আসলে সংবিধান অশুদ্ধ হবে: প্রধানমন্ত্রী
দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার চক্রান্ত হচ্ছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষার মাসের শুরুতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, অনির্বাচিত সরকার আসলে সংবিধান অশুদ্ধ হবে, মানুষের জীবনমান অশুদ্ধ হবে। সাহিত্য চর্চা বেশি হলে তরুণ প্রজন্ম মাদক-জঙ্গিবাদে সম্পৃক্ত হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।