চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজউকের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজধানী কেন্দ্রিক নয় বরং তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এসব উন্নয়ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনা পার্কস্থ রমনার বটমূলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

উদ্বোধন করা ওইসব প্রকল্পের মধ্যে রয়েছে, আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দিবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ২০২৩ সালে বিশ্বে মন্দার প্রভাব সবচেয়ে প্রকট হবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা ই-গভার্নেন্স চালু করবো, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করবো।

গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ণ কর্তৃপক্ষের তিনটি এবং রাজউকের দুটি প্রকল্প রয়েছে। স্থাপত্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।