চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

নাটোরে কলেজ শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে
একটি হলুদের জমিতে নিয়ে গিয়ে সাব্বির ও তার সহযোগীরা রাতভর পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ঘটনাটি জানার পর স্বজনরা ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরের দিন ভুক্তভোগীর বাবা সাব্বির ও তার ১০ জন সহযোগীর নামে এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে সিংড়া থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। পরে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।

দীর্ঘ ১০ বছরের অধিক সময় মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্তদের মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এ সময় একজনের
বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে খালাস প্রদান করেন।

জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মামলার রায় ঘোষনার সময় ছয়জন আসামী আদালতে উপস্থিত ছিলেন এবং খালাস পাওয়া ব্যক্তিসহ পাঁচজন পলাতক রয়েছে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে।’