বিশ্বকাপ জয়ীদের স্বাগত জানাতে আর্জেন্টিনায় মানুষের ঢল
শ্বাসরূদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের ২৪ ঘণ্টার মাঝেই দেশের উদ্দেশ্যে যাত্রা করে আলবিসেলেস্তে দল। বিমানবন্দর, রাস্তা হয়ে পুরো শহরে লাখো মানুষ অপেক্ষায় ছিল চ্যাম্পিয়ন মেসিদের।