চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ফ্রান্সে, মৃত্যু রাশিয়ায়

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়  ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন।

একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৪১ হাজার ৯৭৩ জনের। এসময়ে সবচেয়ে বেশি ৯৪ জন মারা গেছেন রাশিয়ায়।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩২ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৮৭১ জন।

এ ছাড়া তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ৬৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ২ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ৩২ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।