চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পেলের মৃত্যুতে শোকার্ত বলিউড

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। বিশ্বজুড়ে অগণিত মানুষ প্রার্থনা করেছিলেন তার জন্য। কিন্তু সব প্রার্থনাকে পিছনে ফেলে ৮২ বছর বয়সে চলে গেলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তাইতো গোটা বিশ্বের ফুটবল-প্রেমীদের চোখ আজ অশ্রুসিক্ত। যেই শোকে কাতর বলিউড তারকাদের অনেকেই।

পেলের একটা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে কারিনা কাপুর খান লিখেছেন ‘রাজা’। বলিউড তারকা ভিকি কৌশল লিখেছেন ‘আত্মার শান্তি কামনা করি’।অভিনেত্রী শিল্পা শেঠি ফুটবলের এই মহারথীরের ছবি শেয়ার করে তার নীচে লিখেছেন ‘লেজেন্ড #পেলে… আত্মার শান্তি কামনা করি।’

Bkash July

এছাড়াও ফুটবল প্রেমী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার এক দীর্ঘ বার্তায় ফুটবলের মহারাজের উদ্দেশে লিখেছেন,  ‘ছোটবেলায় বাবা আমাকে পেলের ম্যাজিকের সঙ্গে পরিচয় করিয়েছিল। আর সেই থেকেই তৈরি হয় ফুটবলের প্রতি আজীবন ভালোবাসা। আমাদের কাছে পেলে এবং ব্রাজিল টিমের ভিএইচএস টেপ আছে শেলফ ভর্তি। আমি বাবার সঙ্গে বসে ওগুলো দেখতাম মন দিয়ে। পেলে যখন ভারতে এসেছিলেন আমি তখন কোনভাবে তার অটোগ্রাফ করা একটা জার্সি জোগাড় করতে পেরেছিলাম। যেটা আমার অফিসে এখনো গর্বের সঙ্গে টানানো আছে। ধন্যবাদ স্যার, আমাদের জোগা বোনিতো শেখানোর জন্য আর কোটি-কোটি মানুষের হিরো হওয়ার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করি পেলে।’

একই সঙ্গে অনুপম খের টুইট করেছেন, ‘প্রিয় পেলে! আপনি, আপনার খেলা এবং আপনি যেভাবে খেলেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সর্বদা #GameChanger হয়ে থাকবে। তারা ফুটবল খেলে কিনা তাতে কিছু যায় আসে না। অনুপ্রেরণামূলক জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। #আরআইপি_লেজেন্ড #ওমশান্তি #পেলে।’

Reneta June

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

এছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।

সূত্র: টাইমস নাও

Labaid
BSH
Bellow Post-Green View