চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘পাঠান’কে ভিডিও গেমের সাথে তুলনা করলেন পাকিস্তানি অভিনেতা!

৪ বছর আগে শাহরুখের ক্যারিয়ারে যেন ফ্লপের হিড়িক পড়ে গিয়েছিল। সেই সব হিসাব চুকিয়ে দিয়েছে ‘পাঠান’। মুক্তির পর ছবিটিকে ঘিরে উম্মাদনা ক্রমশ বেড়েছে, তার প্রমাণ মিলেছে বক্স অফিসের রিপোর্টে। ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি যেটি সব থেকে কম সময়ের মধ্যে ১০০০ কোটির গণ্ডি পার করেছে।এবার সেই ছবিকে তুলোধোনা করলেন পাকিস্তানি অভিনেতা ইয়াসির হুসেন।

পাকিস্তানি এই অভিনেতা-সঞ্চালক ইয়াসিরের দাবি, ‘‘যদি আপনি ‘মিশন ইম্পসিবল ১’ দেখে থাকেন, তা হলেই বুঝবেন শাহরুখ খানের ছবি ‘পাঠান’, একটি ভিডিও গেম ছাড়া আর কিছুই নয়। যার মধ্যে কোন গল্পও নেই।’’

পাকিস্তানি অভিনেতার এই মন্তব্য কেউ চটেছেন তার উপর। কেউ কেউ আবার সমর্থনও করেছেন তাকে।

এদিকে ‘পাঠান’ এর সাফল্য উদযাপন করতে সম্প্রতি ১০ কোটি মূল্যের একটি রোলস রয়েস কিনেছেন শাহরুখ। ভারতে যে সব মডেলের গাড়ি বিক্রি হয়, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি। ডেলিভারি নেওয়ার আগে গাড়িটি শাহরুখ নিজেও নাকি এক বার চালিয়ে দেখেছেন। ইতিমধ্যেই শাহরুখের বাড়ি মান্নাতে এসেও পৌঁছেছে এই গাড়ি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস