চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তিন দিনে ৩০০ কোটি ছাড়ালো ‘পাঠান’

চার বছর পর ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। আর মুক্তির তিন দিনেই বিশ্বে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর তিন দিনে শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ১৫০ কোটি রূপি। আর বিশ্বজুড়ে ছবির আয় ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।

Bkash July

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালাও বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘পাঠান ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে মাত্র তিন দিনে।’

মুক্তির আগে ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রংয়ের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে জানিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর। এরপর জল অনেকদূর গড়িয়েছে, সেন্সর বোর্ডের কাঁচি চলেছে পাঠানের ওপর।

Reneta June

২৬০ কোটি রুপি বাজেটের ‘পাঠান’ ছবিটি ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাঠান’ এ শাহরুখ, দীপিকা, জন ছাড়াও সালমানকে দেখা গিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Labaid
BSH
Bellow Post-Green View