পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত ৩ জন
বাংলা সাহিত্য সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কারে দু’জন এবং পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ৩ জন। শ্রেষ্ঠ প্রকাশনীর পুরস্কারে ভূষিত হয়েছে সেবা প্রকাশনী। সাহিত্যে এমন সম্মান ভবিষ্যতে লেককদের লেখার আগ্রহ বাড়াবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।