শুটিং সেটে গাড়ি দুঘর্টনার কবলে পড়ে আহত হয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী ও অভিনেত্রী পল্লবী যোশী।
বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এর সেটে শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন পল্লবী যোশী। বর্তমানে হায়দরাবাদে চলছে এই ছবির শুটিং।
জানা গেছে, ঘটনাস্থলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি এসে ধাক্কা দেয় পল্লবীকে। এসময় পল্লবীর শুটিং শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পল্লবীর খুব একটা গুরুতর চোট লাগেনি। আপাতত তিনি সুস্থই আছেন।

পল্লবীর আঘাত লাগার পর টুইটারে একটি রহস্যজনক পোস্ট করেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছেন, ‘জীবন একটি এবং সেখানে হাই স্পিডেই চলতে হয়। সেখানে হেভি ট্রাফিক থাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালান সারথীরাও। তাই নিজেকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। না হলে এরকম ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং সেখান থেকে না ফেরার প্রবণতাও তৈরি হবে।’
শেষে তিনি লিখেছেন, যারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরেন, তারাই উঠে দাঁড়ান এবং আবার দৌড়তে থাকেন। নিজের গন্তব্যে পৌঁছেও যান তারা।
বিবেক অগ্নিহোত্রী বর্তমানে ব্যস্ত তার ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি নিয়ে ব্যস্ত। ‘দ্য কাশ্মীর ফাইলস’এর সাফল্যের পর তিনি আবারও একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চলেছেন। তার এই ছবির প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল।
এর আগে পল্লবী যোশীকে ‘কাশ্মীর ফাইলস’ ছবিতেও দেখা গিয়েছিল। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে ধরা পড়বে করোনার সময় কীভাবে চিকিৎসক এবং বিজ্ঞানীরা লড়াই চালিয়েছিলেন এই মহামারীর সঙ্গে। একই সঙ্গে কোভিড ১৯ এর টিকা আবিষ্কার দেখানো হবে ছবিতে। চলতি বছরের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে