চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গার্দিওলা দেখা না করায় রিয়ালে যোগ দিয়েছিলেন ওজিল

ফুটবল থেকে অবসরের ঘোষণার পর জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল প্রকাশ করেছেন কীভাবে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ২০১০ সালে ক্যারিয়ারে দুরন্ত ফর্মের সময় বার্সেলোনার সাবেক বস পেপ গার্দিওলার ব্যবহার তাকে ক্লাব বেছে নিতে সাহায্য করেছিল।

২০১৪ বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, ‘রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার ভেতর কোনটা বেছে নেব, সেই সিদ্ধান্ত গ্রহণের এটাই সময় ছিল। শেষ পর্যন্ত এতে টাকার কোনো বিষয় জড়িত ছিল না। আমি জানতাম না কী করব।’

‘সেই সময় আমি রিয়াল ও বার্সেলোনা দেখতে যাই এবং মরিনহো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য গড়ে দেন। তিনি আমার সঙ্গে রিয়ালে ভিআইপির মতো ব্যবহার করেন। আমাকে স্টেডিয়ামে নিয়ে যান এবং তারা যে ট্রফিগুলো জিতেছে সেগুলো দেখান।’

‘বার্সেলোনায় যাওয়া ছিল কম আড়ম্বরপূর্ণ। সবচেয়ে বিরক্তিকর বিষয়টি ছিল গার্দিওলার দেখা না করা। ওই ভ্রমণের আগে আমি বার্সেলোনার ফুটবলের সৌন্দর্য আমার পছন্দ ছিল এবং সত্যিই তাদের সঙ্গে খেলার চিন্তা করতাম। আমার সিদ্ধান্তের ক্ষেত্রে মরিনহোর প্রভাবই বেশি ছিল। আমার ওই ভ্রমণের পর ১০০ ভাগ সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি মাদ্রিদিস্তার হচ্ছি।’

৩৪ বর্ষী ওজিল ১৫ বছর খেলে সম্প্রতি ফুটবলকে বিদায় জানিয়েছেন। লা লিগাসহ বিভিন্ন ট্রফি জিতেছেন এই তারকা।

Labaid
BSH
Bellow Post-Green View