চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পলাশের নির্মাণে ক্যানসার জয়ের গল্প

সম্প্রতি নতুন একটি অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি) নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা জিয়াউল হক পলাশ। দেশে ক্যানসার চিকিৎসার সুব্যবস্থা নিয়ে নির্মিত ভিন্নধর্মী এই বিজ্ঞাপনটি প্রশংসিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, ক্যানসার আক্রান্ত মেয়ের চিকিৎসায় একজন বাবার আবেগীয় চরিত্রটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন জনপ্রিয় টিভি অভিনেতা এফ এস নাঈম। দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত প্রিয়জনকে হাসপাতালে রেখে অস্থির সময় পার করেন পরিবারের অন্যান্য সদস্যরা। এমন ক্রান্তিকালে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের দেশবরেণ্য চিকিৎসক ও সেবার আন্তরিকতায় ক্যানসার জয় করে বাড়ি ফিরে যাওয়ার আবেগঘন মুহূর্তটি ফুটে উঠে ওভিসির শেষ পর্যায়ে।

এমন বিজ্ঞাপন নিয়ে হাসপাতালের ক্যানসার অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, বাংলাদেশে ক্যানসার চিকিৎসা নিয়ে মানুষের মনে যে ভয় কাজ করে, তা দূর করতে আমাদের এই প্রয়াস। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবার পরে অন্যান্য প্ল্যাটফর্মেও প্রচারিত হবে।

পরিচালক জিয়াউল হক পলাশ বলেন, এই কাজ করতে গিয়ে আমাদের নতুন এক অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি ধন্যবাদ দিবো কর্তপক্ষকে কাজের স্বাধীনতা দেয়ার জন্য।

সকল ধরনের ক্যানসার রোগের অত্যাধুনিক চিকিৎসাসেবা ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে গড়ে উঠেছে ১৮০ বেডের মাল্টি ডিসিপ্লিনারি ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এই বার্তা ছড়িয়ে দিতেই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পলাশ।