চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেন ‘মা’ সিনেমা প্রাধান্য পাবে না?: ক্ষুব্ধ নির্মাতা

দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত অরণ্য আনোয়ারের প্রথম ছবি ‘মা’

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মা’। পরীমনি অভিনীত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মাত্র দুটি হল পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এই নির্মাতা।

মিরপুর স্টার সিনেপ্লেক্সে দৈনিক দুটি শো, এবং যমুনা ব্লকবাস্টারে তিনটি শো চলছে ‘মা’ ছবিটির। মুক্তির দিনেই গণমাধ্যমকে মাত্র দুটি হল পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি বলেন, “সিনেপ্লেক্সগুলোতে পৃথিবীর বড় বড় নির্মাতার বিখ্যাত সব ছবি চলছে, কিন্তু সেগুলোতে দর্শক নাই, কিন্তু মা সিনেমার দর্শক আছে। এখন এই ‘মা’কে যদি গলা টিপে হত্যা করতে মন চায়, হত্যা করে ফেলুক তারা। কিন্তু তারা কী পারবে মা’কে হত্যা করা বা একটা বাংলাদেশের কন্টেন্ট হত্যা করা তো সম্ভব না। মা’ ছবিটি কী কারণে হল পায় নাই? হোয়াই? কোনা কারণ নাই!”

‘মা’ হল না পাওয়ায় কাউকে দায়ী করতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে এসময় জনপ্রিয় এই নাট্য নির্মাতা বলেন,কাউকে দায়ী করছি না। কিন্তু এই জিনিসটা কেন হবে। কেন মা সিনেমা প্রাধান্য পাবে না?

প্রতিক্রিয়ায় এসময় অরণ্য আনোয়ার বলেন, “কান ফেস্টিভাল থেকে এতো সুন্দর একটা আয়োজন শেষ করে দেশে ফিরলাম, আমাকে তো সম্মান জানানোর কথা। কোথায় সম্মান? কোনো কিচ্ছু নাই। আমি দ্বারে দ্বারে ঘুরে ঘুরে এখানে (স্টার সিনেপ্লেক্সে) দুটি শো নিয়েছি। আমাকে ব্লকবাস্টার তিনটা শো দিয়েছে। এই হচ্ছে আমার সম্বল।”

এনময় তিনি আরও বলেন, ‘একটা সিনেমা যদি অনেক হল না পায়, তাহলে তো আওয়াজ উঠবে না।’

চলতি কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’ এ ‘মা’ প্রদর্শনী করেছেন অরণ্য আনোয়ার।

‘মার্শে দ্যু ফিল্ম’ হকে বলা হয় ফিল্ম মার্কেট। যেখানে যে কেউ সিনেমা দেখাতে পারেন। প্যাভিলিয়নে, হল ভাড়া করে কিংবা সৈকতে সিনেমা দেখাতে পারেন। বিভিন্ন দেশের পরিবেশক ও প্রযোজকদের নিয়ে সিনেমার প্রচারণা চালাতে পারেন।