এসডিজিতে বনায়নের লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনীতে বিশিষ্টজনেরা বলেছেন, আগামী প্রজন্মকে পরিবেশ প্রকৃতির প্রতি সংবেদনশীল জাতি হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্র্ভুক্ত করতে হবে। জাতীয় বৃক্ষমেলায় প্রায় ১৩ কোটি টাকার চারা বিক্রি হয়েছে।