ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীরা আলটিমেটাম দিয়েছেন, বোর্ডের সবাই পদত্যাগ না করলে তারা চাকরি ছেড়ে দেবেন।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল ২০ নভেম্বর সোমবার চ্যাট-জিপিটির মূল সংস্থা ওপেন এআই-এর কর্মীরা তাদের প্রতিষ্ঠানে একটি চিঠি দিয়ে জানান, স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া বোর্ডের সবাই পদত্যাগ না করলে তারা চাকরি ছেড়ে দেবেন।
শুধু তাই নয়, দাবি না মানলে প্রতিষ্ঠানটির কর্মীরা মাইক্রোসফটে স্যাম অল্টম্যানের সদ্য প্রতিষ্ঠা করা বিভাগে চলে যাবেন বলে হুমকি দিয়েছেন ওপেন এআই-এর কর্মীরা।
চিঠিটিতে প্রায় ৫০০ জন কর্মী চাকরি ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির সাবেক অন্তর্বর্তী সিইও এবং চিফ টেকনোলজি অফিসার মিরা মুরাতিও রয়েছেন।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই-এর পরিচালনা পর্ষদ শুক্রবার স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করে। এর জেরে প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানসহ গুরুত্বপূর্ণ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওপেন এআই থেকে পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন