যারা যুদ্ধের মাঠে থাকেন তারাই জানেন যুদ্ধ কতটা ভয়ংকর
যতদূর চোখ যায় নরম শুভ্র তুষার। ঝড়া পালকের মতো নেমে আসছে আকাশ জুড়ে। অন্য সময় হয়তো এই দৃশ্যই হতো, স্নিগ্ধ, সুন্দর, মনোরম। তবে এবার সেই সুন্দরটাই যেন হতে যাচ্ছে ভয়ংকর। মৃত্যুর শীতল হাতছানি। যুদ্ধ দূর থেকে দেখতেই সুন্দর। কিন্তু যারা যুদ্ধের ময়দানে থাকেন তারাই কেবল জানেন যুদ্ধ কতটা ভয়ংকর। এবার সে যুদ্ধে প্রতিপক্ষের তালিকায় যুক্ত হচ্ছে হীমাঙ্কের নীচে ৩০ ডিগ্রি শীত।
বিজ্ঞাপন