প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনার পর ১০ লাখ শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে, এর ফলে এই অর্থবছরেই বাড়বে রেমিট্যান্স প্রবাহ।
মন্ত্রী জানান, করোনাকালে দেশে ফিরে আসা অধিকাংশ শ্রমিক প্রবাসে ফেরত গেছেন।
বৃহস্পতিবার সকালে সিলেটের বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ও গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা ও ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন অব্যাহত রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানসহ অন্যরা।
বিজ্ঞাপন