চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টাঙ্গাইলে গোডাউন থেকে ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ

সরকা‌রের খাদ‌্য বান্ধব কর্মসূচী ওএমএসের ২০০ বস্তা সরকা‌রি চাল জব্দ ক‌রে‌ছে টাঙ্গাই‌লের ভূঞাপু‌র উপ‌জেলা প্রশাসন।

আজ বৃহস্প‌তিবার (১৯ জানুয়া‌রি) সন্ধ‌্যার দি‌কে উপ‌জেলার ফলদা ইউ‌নিয়‌নের ধুব‌লিয়া এলাকা থে‌কে বাবুল না‌মের এক চা‌ল ডিলা‌রের গোডাউন থে‌কে ওএমএসের ২০০ বস্তা চাল জব্দ ক‌রেন উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) তামান্না রহমান জ্যো‌তি।

Bkash July

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধ‌রে কুঠিবয়ড়া গ্রা‌মের আকবর হো‌সে‌নের ছে‌লে বাবুল সরকারি চাল কেনাবেচা করে আস‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা ওএমএসের চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ‌্যবান্ধব কর্মসূচীর চাল কি‌নে কা‌লোবাজা‌রির জন‌্য ধুব‌লিয়া এলাকার এক‌টি ঘ‌রে মজুদ ক‌রে রাখ‌তো সে। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন প্রান্তে খাদ‌্য গোডাইন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে তা বি‌ক্রি কর‌ত।

খবর পেয়ে আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যার দি‌কে অভিযানে নামে উপ‌জেলা প্রশাসন। এ‌তে ধুব‌লিয়া এলাকায় চা‌লের ডিলার বাবুলের গোডাইন থে‌কে ২০০ বস্তা সরকারি চাল জব্দ ক‌রা হয়। প্রতি বস্তায় ৩০ কে‌জি ক‌রে চাল র‌য়ে‌ছে বলে জানা যায়। ‌অভিযা‌নে নেতৃত্ব দেন উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি ) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট তামান্না রহমান জ্যো‌তি।

Reneta June

উপ‌জেলার ফলদা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু ব‌লেন, “এখা‌নে গোডাউন ভাড়া নি‌য়ে সরকা‌রি চাল কা‌লোবা‌জা‌রি করা হয় সেটা জানা ছিল না। তার বা‌ড়ি অর্জূনা ইউ‌নিয়‌নের কু‌ঠিবয়ড়া‌তে। গরীব মানু‌ষকে ঠ‌কি‌য়ে চালের ব‌্যবসা কর‌ছে। গোপ‌নে সে এই অবৈধ ব‌্যবসা কর‌ছে।” চাল জব্দ করায় প্রশাসন‌কে ধন‌্যবাদ জানিয়ে ডিলা‌রের শা‌স্তি দাবী করেন তিনি।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে সরকা‌রের খাদ‌্য বান্ধব কর্মসূচীর ২০০ বস্তা চাল জব্দ করা হ‌য়ে‌ছে। যাচাই বাচাই শে‌ষে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Labaid
BSH
Bellow Post-Green View