ভারতে বৃহস্পতিবার পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে গড়াবে দেড়মাসের মহাযজ্ঞ। ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী মহারণ দিয়ে পর্দা নামবে। দশ দলের এবারের আসরটি শেষ বিশ্বকাপ হতে চলেছে অনেক তারকা-মহাতারকার। দেখে নেয়া যাক সম্ভাব্য কারা নিজেদের শেষ বিশ্বকাপে নামছেন।
ভারত বিশ্বকাপ শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে বাংলাদেশের ‘পঞ্চপাণ্ডব’ খ্যাতদের অবশিষ্ট তিন পাণ্ডবের। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আন্তর্জাতিক খেলা ছেড়েছেন, তামিম ইকবাল এবারের স্কোয়াডে নেই। বাকি তিনজন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের বয়সের কারণে পরের বিশ্বকাপে থাকার সম্ভাবনা সামান্যই। তিনের মধ্যে শুধু সাকিবই খেলছেন তিন ফরম্যাটে।
বয়সের দিক থেকে ৩৮ ছুঁইছুঁই রিয়াদের। টেস্ট থেকে অবসর নিয়ে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলে চলেছেন। বাংলাদেশের হয়ে ২২১টি ওয়ানডে খেলেছেন। ৩৬ বর্ষী সাকিব-মুশফিককেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তামিমেরও এটি হতে পারতো শেষ বিশ্বকাপ, ফিটনেস ইস্যুতে দলে নেই ৩৪ বর্ষী ওপেনারের।
ভারতের স্কোয়াড থেকে শেষ বিশ্বকাপ হতে চলেছে ৩৭ বর্ষী রবিচন্দ্রন অশ্বিনের। কিছুদিন আগে জানিয়েছিলেন ঘরের মাঠের আসর হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। দলটির তিন তারকা রোহিত শর্মা (৩৬), বিরাট কোহলি (৩৪) ও রবীন্দ্র জাদেজারাও (৩৪) এই বিশ্বকাপে শেষটা দেখতে চলেছেন।
অন্যদলগুলো তারুণ্য নির্ভর হলেও স্রোতের বিপরীতে নিউজিল্যান্ড। ১৫ জনের স্কোয়াডে ১২ জনের বয়সই ৩০-এর বেশি। অন্য তিনজনের একজনের বয়স ২৯। কিউইদের সোনালী প্রজন্মের কয়েকজনের শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি। গত দুই আসরে শিরোপার খুব কাছে গিয়ে ছুঁয়ে দেখতে পারেননি দলটির ৩৩ বর্ষী অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের দুই তারকা পেসার ট্রেন্ট বোল্ট (৩৪) ও টিম সাউদির (৩৪) জন্যও এবার শেষ টানার মঞ্চ।
ইংল্যান্ডের স্কোয়াডে ২৯ বছরের কম বয়সী খেলোয়াড় আছেন মাত্র তিনজন। ২০২৭ বিশ্বকাপে ইংলিশদের কয়েকজনকে দেখা না যাওয়ার আলোচনাই বেশি। বর্তমান চ্যাম্পিয়নদের বেন স্টোকস (৩২), জো রুট (৩২), জস বাটলার (৩৩), মঈন আলী (৩৬) এবং ক্রিস ওকস (৩৪) হয়ত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন।
তারুণ্য নির্ভর দল হওয়াতে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড থেকে অনেককেই দেখা যেতে পারে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে ২০২৭ বিশ্বকাপে। ৩৩ বর্ষী ফখর জামানকে নাও দেখা যেতে পারে ওই আসরে। বাকিদের বয়স ত্রিশের আশেপাশে হওয়ায় যাওয়ার সুযোগ থাকছে পরের বিশ্বকাপে।
ভারত বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন অস্ট্রেলিয়ার ৩৬ বর্ষী ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী বিশ্বকাপে অভিজ্ঞ স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের বয়স হবে ৩৮। তাদেরও শেষ দেখছেন অনেকেই।
আফগানিস্তানের মোহাম্মদ নবী ১৫২টি ওয়ানডে খেলেছেন। ২০০৯ সালে আফগানিস্তান যখন প্রথম ওয়ানডে খেলেছিল, সেই ম্যাচে সেরা হয়েছিলেন। ৩৮ বর্ষী নবীর জন্য ভারত বিশ্বকাপই হতে পারে শেষ।
সাউথ আফ্রিকার ৩০ বর্ষী তারকা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক বিশ্বকাপ শুরুর আগে জানিয়ে দিয়েছেন এবারই হতে চলেছে শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পর ডি ককের পথ ধরতে পারেন ৩৪ বর্ষী ব্যাটার ডেভিড মিলারও। প্রোটিয়াদের ১৫ সদস্যের স্কোয়াডের আরও ৭ সদস্যের বয়স ৩২-এর বেশি। টেম্বা বাভুমা, রসি ফন ডার ডুসেন, রেজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ বা তাবরিজ শামসিরও হতে শেষ ওয়ানডে বিশ্বকাপ।
শ্রীলঙ্কার কুশল পেরেরা (৩৩), দিমুথ করুণারত্নের (৩৫) শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে এটি। নেদারল্যান্ডসের ওয়েসলি বারেসি ও রোয়েলফ ফন ডার মেরওয়ের বয়স যথাক্রমে ৩৯ ও ৩৮। ডাচ জার্সিতে ২০২৭ বিশ্বকাপে তাদের না পাওয়াটাই স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন