চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাপানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে নর্থ কোরিয়া

জাপানের উত্তরাঞ্চলে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে নর্থ কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি নর্থ কোরিয়া থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের জাপান সীমায় গিয়ে পড়ে।

হোক্কাইডো দ্বীপপুঞ্জসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকালে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে জাপান সরকার। নর্থ কোরিয়ার এমন আচরণকে সহিংস উল্লেখ করে নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

এরআগে, ২০১৭ সালে জাপান সীমান্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে নর্থ কোরিয়া। এবার এক সপ্তাহেই ৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।