চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ত্বকের যত্নে আমলকির নতুন ক্রিম

নতুন ও জনপ্রিয় স্কিন কেয়ার ব্রান্ড আমলকি বাজারে এনেছে নতুন স্ক্রিন কেয়ার ‘ময়েশ্চারাইজিং স্কিন ক্রিম’। গবেষণা এবং বাংলাদেশের বিভিন্ন বয়সীদের স্কিনের যত্নে এই ক্রিম খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আমলকি ব্রান্ডের সিইও ও হার্বালিস্ট নন্দিতা শারমিন।

তিনি জানান, আমলকি ময়েশ্চারাইজিং স্কিন ক্রিম ব্যবহারের ফলে, ত্বকের গভীর থেকে ত্বকের আদ্রতা বজায় রাখে এবং অতিরিক্ত শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের সেন্সিটিভিটি কমিয়ে সেবাম কন্ট্রোল করে ত্বকের ব্রনের সমস্যা দূর করে।

Bkash July

নতুন আসা এই ময়েশ্চারাইজিং স্কিন ক্রিম সম্পর্কে এই হার্বালিস্ট বলেন, দেশে ও দেশের বাইরে হারবাল পণ্য নিয়ে পড়াশোনা করেছি। সেই আলোকে অ্যান্টি এজিং এই দেশের মানুষদের উপযোগী করে তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশের বাইরেও এটি রপ্তানি হচ্ছে। আমি মনে করি এগুলো সববয়সীদের ত্বকের কার্যকরী ভূমিকা রাখবে।

আমলকির পণ্য সর্বদাই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি যা ত্বককে যে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেয় বলেও জানান তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View