চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘মির্জাপুর’ এর নতুন সিজন নিয়ে ফিরছেন কলিন ভাই!

KSRM

২০১৮ সালে অ্যামজন প্রাইমে মুক্তি পেয়েছিলো ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। যেটি তুমুল সাড়া পেয়েছিলো সেসময়। যার প্রেক্ষিতে ২০২০ সালে স্ট্রিমিং হয়েছিল ‘মির্জাপুর’ সিজন টু।

টানটান উত্তেজনায় শেষ হওয়া সিজন-টু এর পর এবার আসতে যাচ্ছে ওয়েব সিরিজটির তৃতীয় সিজন! যদিও এখনও ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে কোন ঘোষণা আসেনি। তবে জানা গেছে আগামী সপ্তাহে শুরু হবে এর শুটিং।

Bkash

মুন্না’র মৃত্যুর আশঙ্কা নিয়েই শেষ হয়েছিল ‘মির্জাপুর ২’। কিন্তু মু্ন্না কি সত্যিই মরে গেল? নাকি এখনও বেঁচে আছে? সেই কৌতুহল নিয়েই অপেক্ষায় বসে আছেন দর্শকরা। যার দেখা মিলবে ‘সিজন ৩’ এ।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কলিন ভাই’ খ্যাত পঙ্কজ ত্রিপাঠি বলছেন, ‘আমি জানি, দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ‘মির্জাপুর ৩’-এর জন্য। সিরিজের তৃতীয় সিজনের চিত্রনাট্য পড়ার পরে কলীন ভাইয়ার চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি আমি নিজেও।’

Reneta June

‘মির্জাপুর’ সিরিজে কলিন ভাইয়া এক ক্ষমতাবান মানুষ। ব্যক্তিগত জীবনেও ক্ষমতাই যার কাছে শেষ কথা। চরিত্রের এই দিকটাই তাকে উৎসাহ জুগিয়েছে বলে দাবি পঙ্কজের।

সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেন, ‘বাস্তবে ব্যক্তিগত জীবনে আমার কোন ক্ষমতাই নেই। অপর দিকে কলিন ভাইয়া একজন ক্ষমতাবান লোক। এই চরিত্রের মধ্য দিয়েই আমি নিজের ক্ষমতা প্রদর্শনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারি।’

এদিকে আগামী ২৪ জুন মুক্তি পেতে যাচ্ছে পঙ্কজের নতুন ছবি ‘শেরদিল’। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে পঙ্কজকে দেখা যাবে এক সাধারণ কৃষকের চরিত্রে। যা ‘মির্জাপুর’ এর কলিন ভাইয়ের তুলনায় পুরোই উল্টো।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View