চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নির্মাতা বললেন, ‘পাপ’ এ ম্যাজিক টুইস্ট আছে

ঘনিয়ে আসছে ঈদ, বাড়ছে ছবি মুক্তির তোড়জোড়। মুক্তির দৌড়ে এগিয়ে আছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘পাপ’ (প্রথম চাল)। 

সৈকত নাসির পরিচালিত এই ছবির টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। তাতে আভাস মিলেছে, গ্ল্যামার, প্রেম ও পাপের গল্পের!  সেই সঙ্গে আছে খুনের রহস্য! যা নিয়ে তৈরি হয় জট। টিজার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানাভাবে বিশ্লেষণ করেছেন।

Bkash July

কেউ কেউ বলছেন, জোশ! কারও কারও কথা, ‘টিজার কাট ইমপ্রেসিভ’। ইউটিউবে অনেকেই টিজার দেখে মন্তব্য করেছেন, সিনেমাটি ঈদে হলে গিয়ে দেখবেন। এসবের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও চোখে পড়েছে। পরিচালক সৈকত নাসির বলেন, স্টোরি বেইজ গল্প হিসেবে ‘পাপ’ দারুণ কনটেন্ট।

পাপ-এ অভিনয় করেছেন রোশান, ববি, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা। নির্মাতা জানালেন, মিস্ট্রি ও থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হয়েছে ‘পাপ’। সৈকত নাসির বলেন, এই প্রথম প্রযোজক আবদুল আজিজ ভাইয়ের গল্প চিত্রনাট্য ও সংলাপে ছবি নির্মিত হলো। গল্পে ম্যাজিক টুইস্ট আছে।

Reneta June

সৈকত নাসির বলেন, প্রতিটি নির্মাণে মেকিং জনরা পরিবর্তন করি। এই গল্পেও আছে। প্রাথমিকভাবে যাদের গল্প ও নির্মাণ দেখিয়েছি সবাই প্রশংসা করেছেন। গল্প হিসেবে সিনেমাটি ভালো, দর্শক দেখলে বুঝবেন। পাপ ছবিতে প্রথম চাল বলা হচ্ছে কারণ এর দ্বিতীয় অংশ আগামী বছর ঈদুল ফিতরে।

‘পাপ’ পুরোপুরি বাণিজ্যিক ধারার থ্রিলার ছবি বলে জানালেন সৈকত নাসির। তিনি বলেন, গল্পটা দুই খণ্ডে বলা হয়েছে। শেষ চাল আসবে পরের ঈদে। আমার বিশ্বাস রোশান নিজেকে ছাড়িয়ে যাবে। ববিও নতুনভাবে হাজির হচ্ছেন এবং বাজিমাৎ অভিনয় করেছেন জাকিয়া মাহা নামে নতুন অভিনেত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View