বছরের প্রথম দিন সবার হাতে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সারা দেশ। শিক্ষার্থীরা বলেছেন, শিক্ষাবর্ষের শুরুতে নতুন বই পাওয়া এক বিশাল অর্জন। কাপাসিয়ায় বই উৎসবে মূল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, উজ্জ্বল আগামী গড়ে তুলতে সরকার বই উৎসবের মতো আয়োজন চালিয়ে যাবে।
এবার মাধ্যমিকের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয় গাজীপুরের কাপাসিয়ার পাইলট উচ্চবিদ্যালয়ে। কেন্দ্রীয় এ অনুষ্ঠানে গাজীপুরের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এবার ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩শ৮১ জন শিক্ষার্থীর হাতে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩শ’ কপি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
গত দু’বছর বই উৎসব হয়নি করোনাভাইরাসের সংক্রমণের কারণে।