নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ মে) দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (২৫ মে)। বিশেষ এই দিনে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন টেলিভিশন পর্দায় দেখবেন চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’।
কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে গীতালি হাসান নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত চলচ্চিত্রটি চ্যানেল আইতে দর্শক দেখবেন বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটে।
‘প্রিয়া তুমি সুখী হও’ গীতালী হাসান পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রের মাধ্যমে শায়লা সাবি এবং সংগীত পরিচালক বিনোদ রায়ও আত্মপ্রকাশ করেন। শায়লা সাবি চ্যানেল আই-এর সেরা নাচিয়ে প্রতিযোগিতার সেরা পাঁচজন প্রতিযোগীর একজন ছিলেন। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন ফেরদৌস।
এ ছবিতে ফেরদৌস-শায়লা ছাড়াও আরো অভিনয় করেছেন ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ।

এই ছবির সংগীত পরিচালনায় আছেন বিনোদ রায়। চিত্রগ্রহণে আছেন জেড এইচ মিন্টু, সম্পাদনায় এ. কে. আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ ।