চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিখোঁজের পর পুকুরে পাওয়া গেল মরদেহ, হত্যার অভিযোগ

নাটোরের লালপুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুুকুর থেকে আবুল কালাম ওরফে বোমা কালাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার বড় বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে। এ ঘটনায় আল-আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

Bkash July

ইনছার আলী অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যকাণ্ডের বিচার দাবি করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মোনোয়ারুজ্জামান জানান,  শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এ লাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Reneta June

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View