নাটোরের লালপুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুুকুর থেকে আবুল কালাম ওরফে বোমা কালাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার বড় বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে। এ ঘটনায় আল-আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
ইনছার আলী অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যকাণ্ডের বিচার দাবি করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এ লাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।